নতুন ওয়েবসাইট তৈরি করুন: WordPress ইনস্টল করার সেরা পদ্ধতি 2024

আসসালামু আলাইকুম,

HOWCAN এ আপনাকে স্বাগতম।

WordPress ইনস্টল করুন এবং আপনার অনলাইন জার্নি শুরু করুন

Wordpress এর ছবি

আপনার নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে চান? WordPress হলো এমন একটি প্ল্যাটফর্ম যা আপনাকে সহজেই একটি পেশাদার ওয়েবসাইট তৈরি করতে সাহায্য করতে পারে। এই নিবন্ধে আমরা আপনাকে ধাপে ধাপে WordPress ইনস্টল করার পদ্ধতি দেখাব।

ওয়ার্ডপ্রেস কেন জনপ্রিয়?

ওয়ার্ডপ্রেস বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি ওয়েবসাইট তৈরি করার প্ল্যাটফর্ম। কিন্তু কেন এটি এত জনপ্রিয় জানেন কি ? চলুন জেনে নিই কয়েকটি কারণ সমূহ।

 * সহজ ব্যবহার: কোনো প্রকার কোডিং জ্ঞান ছাড়াই আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে সহজেই একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন।

 * ফ্রি এবং ওপেন সোর্স: ওয়ার্ডপ্রেস সম্পূর্ণ ফ্রি এবং ওপেন সোর্স সটওয়্যার। যা আপনি নিজের ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারবেন।কোনো প্রকার পে করা ছাড়া।

 * বিশাল থিম এবং প্লাগিন: ওয়ার্ডপ্রেস এ রয়েছে হাজার হাজার ফ্রি এবং প্রিমিয়াম থিম ও প্লাগিন রয়েছে যা আপনার ওয়েবসাইটকে আরো আকর্ষণীয় এবং কার্যকরী করে তুলতে পারে।

 * সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি: ওয়ার্ডপ্রেস সার্চ ইঞ্জিনের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ করে। যার ফলে  আপনার ওয়েবসাইট খুব সহজে সার্চ ইঞ্জিনে র‍্যাঙ্ক  করতে পারে।

 * সব ধরনের ওয়েবসাইটের জন্য উপযোগী:  ওয়ার্ডপ্রেস এ ব্লগ, ই-কমার্স সাইট, পোর্টফোলিও সাইট সহ সব ধরনের ওয়েবসাইটই ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা যায়।

 * বহুল ব্যবহার: সারা বিশ্বব্যাপী একটি বড় সম্প্রদায় রয়েছে যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করে তাদের ওয়েব সাইট তৈরি করেন। ধরুন আপনি যদি কোনো সমস্যায় পড়েন তাহলে সহজেই সাহায্য পাবেন তাদের কাছে।

WordPress ইনস্টল করার ধাপ:

হোস্টিং এবং ডোমেইন কিনুন:

প্রথমে আপনাকে একটি হোস্টিং প্রোভাইডার কোম্পানি থেকে একটি হোস্টিং প্ল্যান এবং একটি ডোমেইন নাম কিনতে হবে।

কিভাবে হোস্টিং কিনতে হয়?

কীভাবে এবং কোথায় থেকে হোস্টিং কিনতে হবে চলুন আগে সে বিষয়ে জেনে আসি।

বেশ কিছু হোস্টিং প্রোভাইডার আছে  যারা আপনাকে বিভিন্ন দামে বিভিন্ন মেয়াদের হোস্টিং দিয়ে থাকবে তার মধ্যে আপনি চাইলে NameChemp.com থেকে হোস্টিং কিনতে পারবেন। এছাড়া আপনি ডোমেইন ও কিনতে পারবেন এখন থেকে। Amarhostar.com থেকে খুবই স্বল্প মূল্যে আপনি ডোমেইন ও হোস্টিং কিনতে পারবেন। এছাড়া রয়েছে Bluehost , Hostinger এর মত  সুনাম অর্জন করা হোস্টিং ও ডোমেইন সার্ভিস প্রভাইডার।

Wordpress ইন্সস্টল পদ্ধতি 

আমরা সাধারনত ৩ ভাবে হোস্টিং সার্ভার এ WordPress ইন্সটল করতে পারব। 
১. ম্যানুয়াল ভাবে wordpress ইন্সস্টল।
২. সফটাকুলাস দিয়ে ইন্সস্টল।
৩. WordPress এর টুল কি দিয়ে ইন্সস্টল।

আমরা সব চাইতে সেরা ও সহজ উপায়ে ওয়ার্ডপ্রেস ইন্সটল করে দেখাবো ।

সফটাকুলাস দিয়ে Wordpress ইন্সস্টল।

আপনার হোস্টিং প্রোভাইডারের কন্ট্রোল প্যানেল বা CPanel থেকে এক ক্লিকে WordPress ইনস্টল করতে পারবেন সফটাকুলাস ব্যাবহার করে।

Softaculous হলো একটি সেরা টুল যা এক-ক্লিক সফ্টওয়্যার। এটি আপনাকে অনেক গুলি ওয়েব অ্যাপ্লিকেশন অথবা CMS - content management system - সব গুলা এক স্থানে পেতে সাহায্য করে।

Softaculous হলো ছি প্যানেল -এর মধ্যে উপলব্ধ সবচেয়ে জনপ্রিয় ওয়েব সফটয়্যার ইনস্টলার। আর CPanel হল একটি ব্যবহার যোগ্য সহজ ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস যেটি আপনার ওয়েব সাইট, ডাটাবেস, ইমেল অ্যাকাউন্ট পরিচালনার কাজ করতে আরো সহজ করে দেয়।

শুরুতে আপনাকে cPanel এ লগিন করতে হবে । এর পর নিচের দেওয়া ধাপ সমূহ অনুসরণ করে খুব সহজে WordPress ইন্সটল করতে পারবেন।

আপনি cPanel এ লগিন করার পরে WordPress Manager By Softaculous এই আইকন এ ক্লিক করুন।

Softaculous দিয়ে WordPress ইনস্টল

এর পরের ধাপে নতুন উইন্ডো ওপেন হলে Install বাটনে click করে দিন।
Softaculous দিয়ে WordPress ইনস্টল

এখন Software Setup অপশন থেকে আপনি যে ডোমেইন এ WordPress Install করতে চাচ্ছেন সেই ডোমেইন ও WordPress এর লেটেস্ট ভার্সন সিলেক্ট করে দিন ।

এরপর site Settings অপশন থেকে আপনার  ওয়েব সাইটের Name এবং Description দিয়ে দিন ।

এরপর Admin এর Username লিখুন করুন এবং Admin Password এ স্ট্রং ও সিকিউর পাসওয়ার্ড ব্যবহার করুন । যেনো আপনার ওয়েবসাইট কেউ হ্যাক হবার সম্ভবনা খুবই কমে যাবে আর আপনার ওয়েব সাইট টি সুরক্ষিত থাকবে। Admin Email এর স্থানে আপনার  ইমেইল অ্যাড্রেস দিনেন যেনো আপনি পরবর্তীতে আপনার Password ভুলে গেলেও Recover করতে পারেন।

আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ বা ভাষা চেঞ্জ এবং প্লাগিন ইন্সটল করতে পারবেন এই অপশন থেকে অথবা যা আছে তা Default রাখতে পারেন। এখানে কিছু পরিবর্তন না করলেও চলবে। এটি আপনি সর্বদা পরে করতে পারবেন।
Wordpress ইন্সস্টল পদ্ধতি

শেষের এই স্টেজ এ আপনি Advance Option থেকে Database নেম এবং Table প্রিফিক্স চেঞ্জ করতে পারবেন আবার কিছু পরিবর্তন না করে Default রেখে ইন্সটল বাটনে ক্লিক করে WordPress ইন্সটল শেষ করতে পারেন। 

আপনি চাইলে এই ভিডিও দেখে খুব সহজেই wordpress ইন্সস্টল করতে পারবেন।



এইরকম করে আপনি সহজেই আপনার হোস্টিং কন্ট্রল প্যানেল অথবা সিপ্যানেল থেকে সফটাকুলাস অ্যাপ ইন্সটলার এর মাধ্যমে WordPress ইন্সটল করতে পারেন। আর এখানে যে ইউজার নেম এবং স্ট্রং সিকিউর পাসওয়ার্ড দিয়েছেন সেই সব দিয়ে আপনি আপনার ওয়ার্ডপ্রেস এ লগইন করতে পারবেন।
ধন্যবাদ।


মন্তব্যসমূহ